Wednesday, December 18, 2013

তবুও বাংলাদেশ , তারপরেও বাংলাদেশ, আমাদের বাংলাদেশ .....!!!


ডিসেম্বর মাস আসলে , আগে গর্বে , আনন্দে , জাতীয় চেতনায় মনটা ভরে উঠতো। এই বছর দেখা যায় এই চেতনায় আনন্দ , গর্ব করার একচ্ছত্র অধিকার নিয়ে নিল শাহাবাগিরা । ওদেরকে সাপোর্ট না করাতে আমার ফ্রেন্ড সার্কেলের এক সাহাবাগির চোখে আমি হয়ে গেলাম যুদ্ধাপরাধীর বিচার বিরোধী , মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।......একদিন একটা দেশাত্মবোধক গান গুন গুন করে গাইতেই সে খোচা দিয়ে একটা কথা বলল যার অর্থ দাড়ায়...যে আমার মুখে তো এই গান আসার কথা না .......!! সে মুহুর্তে আমার মনে যে ঘৃনা , ধিক্কার এর অনুভুতি সৃস্টি হয়েছিল , বুঝতে পারিনি তা কি আমার ওই বন্ধুর প্রতি নাকি নিজের দেশে দেশদ্রোহিতার অপবাদ পাওয়া আমার নিজের প্রতি... হে আল্লাহ , তুমি জানো লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলাদেশকে আমরা কতটা ভালবাসি , দেশের স্বাধীনতার সংগ্রামকে কতটা অনুভব করি। আল্লাহ এর রাসুলের বিরুদ্ধে কুত্সিত লেখা ব্লগে লিখে , ছেলে মেয়ে একসাথে দিন রাত মদ্যপান ও বেলাল্লাপনা করে , কিছু সুযোগ সন্ধানী নাস্তিক , লেফ্টিস্ট/ কমুনিস্টদের মাধ্যমে আমাদের মহান মুক্তি যুদ্ধের চেতনাকে পুজি করে এই সুখী এবং অগ্রসরমান , ধর্ম বিশ্যাষী, সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পন্ন দেশের বিরুদ্ধে, দেশের মুসলিম জনগোষ্ঠির বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে , তা থেকে দেশের মানুষকে তুমি রক্ষ্যা কর। বিজয়ের মাসে তোমার কাছে এই হোক আমাদের প্রার্থনা।

No comments:

Post a Comment