পাকিস্তানের রাষ্ট্রদুতকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানানো , সরকার প্রধানের তীব্র ভাষায় প্রতিবাদ ব্যক্ত করণ , এগুলো নিঃসন্দেহে আমাদের আত্মসম্মানবোধের পরিচায়ক। সরকারের তরফ থেকে এরকম আত্মসম্মানবোধ সম্পন্ন প্রতিক্রিয়া যদি এর আগে আর কোনো উপযুক্ত সমেয় ব্যক্ত না করে হয়ে থাকে , তবে দেরিতে হলেও এটাই হোক শুভো সুচনা। উদাহরণ সরূপ ভারতীয় কূটনীতিক দেবজানির ঘটনায় ভারত সকারের যে প্রতিক্রিয়া তা বাংলাদেশ সরকারের জন্যও অনুসরণীয় হবে , এটাই আমরা আশা করি। দেভ্জানির সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার যে আচরণ , তা ওই নিরাপত্তা সংস্থা প্রথমে বিধি সম্মত তল্লাশি প্রক্রিয়া বলে দাবি করলেও , ভারত সরকারের এই আত্মসম্মানবোধ সম্পন্ন তীব্র প্রতিক্রিয়ার পর যুক্তরাষ্ট্র সরকার শেষ পর্যন্ত এর জন্যে দুঃক্ষ প্রকাশ করে। সীমান্তে কাঁটা তারের বেড়ায় আমাদের ফেলানি কে গুলি করে হত্যা করে তার লাশ ওই বেড়ায় ঝুলিয়ে রাখার পর , এর বিচারে ভারতের আদালতে যখন ওই বি.এস. এফ জওয়ানকে নির্দোষ বলে খালাস করে দেয়া হলো , তার প্রতিবাদে আমরা আমদের সরকারের কাছ থেকে কি এই রকম আত্মসম্মানবোধ সম্পন্ন , সাহসী প্রতিক্রিয়া আশা করতে পারি না !!!!?
No comments:
Post a Comment