Wednesday, July 17, 2013

Disproportionate Reaction

বিটিভি তে প্রচারিত একটি আলোচনা অনুষ্ঠানে , রোকেয়া প্রাচী , একটি ওয়াজ মাহফিল এ   নারীদের তেতুলের সঙ্গে তুলনা করে দেয়া আল্লামা শফী সাহেবের বক্তব্যকে পর্ণগ্রাফি হিসেবে আখ্যায়িত  করে তার গ্রেফতারের দাবি জানিয়েছেন । তার বক্তব্যের এক পর্যাএ  তিনি তার সামনে বসে থাকা একজন ইসলামিক gyan সম্পন্ন বয়স্ক পুরুষ মানুষকে ( যিনি ওই আলোচনা এ আল্লামা শফী এর বক্তব্য সম্পর্কে ইসলামের অবস্থান বেক্খ্যা করেন ) উদ্দেশ্য করে বলেন  : " আপনি যে আমার সামনে বসে আছেন , এতে কি আপনার মনে লালসা / কামনার উদ্রেক হচ্ছে ..!!? "
       একজন ইসলামিক আলেমের একটি স্থানীয় ওয়াজ মাহফিলে দেয়া এক অনিয়ন্ত্রিত বক্তব্যকে সমালোচনা করে , পর্নোগ্রাফির সঙ্গে তুলনা করে  তার গ্রেফতারের দাবি জানিয়ে জাতীয় গণমাদ্ধ্যমে বক্তব্য প্রদান করা হয় ।  অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে , একই চ্যানেল এ একই প্রোগ্রাম এ  রোকেয়া প্রাচীর শালীনতা বিবর্জিত কুরুচি পূর্ণ প্রশ্নকে কিসের সঙ্গে তুলনা করা যেতে পারে !!?  তার এই বক্তব্যের এই প্রতিবাদ কি কোনো মুসলমান করবে না ...!!?

No comments:

Post a Comment