Sunday, February 26, 2023

মনে পরে বাবার কথা

 বাবার মুখের একটা কথা মনে পড়লে হাসি ধরে রাখতে পারি না. এইতো কিছুদিন আগের কথা. কাকে যেনো বৈবাহিক জীবনে জটিলতার বিষয়ে কিছু উপদেশ দিচ্ছিলাম বা, কোনো এক আত্মীয়ের বৈবাহিক জীবনের জটিলতা ব্যাখ্যা করছিলাম. কথা শেষ হতেই অনেক্ষন মুখে মুচকি হাসি নিয়ে চুপকরে আমার লেকচার শুনতে থাকা আমার অসুস্থ বাবা যোগ করে দিলেন, " আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি". গণিত আর শিক্ষক-প্রশিক্ষণের প্রফেসর আমার বাবা, এক সময় গ্রাম্য মঞ্চে পারফর্ম ও করতেন. ডায়লগ এর টাইমিং উনার একটু আধটু জানা ছিল বৈকি. কারণ, এই নিখুঁত টাইমিং এর সফিস্টিকেটেড সিঙ্গেল ডায়ালগ জায়গা মতো ছাড়ারপর অডিয়েন্স এর অট্টহাসি থামতে সবারই অনেক কষ্ট হচ্ছিলো. হে আল্লাহ, আপনি আমার বাবার বিদেহী আত্মার মাগফিরাত দান করুন , তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন, আমিন.

No comments:

Post a Comment