Wednesday, October 9, 2019

কি ছিল এটা ভাই !!?

এমনই এক দেশ , এমনই আজব এক জাতি, কাগজে কলমে যার ভূখণ্ড , সরকার , মিলিটারি , পুলিশ, প্রশাসন , আইন- আদালত সবই আছে। এমনকি তাদের দাবি, তাদের নাকি যুদ্ধ করে দেশ স্বাধীন করার ইতিহাসও আছে ( যখন তাদের বলতে গেলে এসবের কিছুই ছিল না ) । আরো মারাত্মক ব্যাপার , মাতৃভাষার জন্যে জীবন দেয়ার তাদের যে ইতিহাস , এটা নাকি দুনিয়াতে আর কোনো জাতির নেই । তারপরও, তাজা তরুণ টগবগে রক্তের এক শিক্ষার্থী কে উপন্যাসের , " কাদুম্বিনীর" মতো মরিয়াই প্রমান করিতে  হইলো যে , তাদের কোনো কোনো হতভাগ্যের হৃদয়ে  সার্বভৌমত্বের  চেতনা এখনও মরে  নাই । আচ্ছা ভাই বলুনতো , এটা এই চুয়ান্ন হাজার বর্গমাইলের মানুষগুলিকে নিয়ে কোনো তামাশা নাতো !!?................................ কারণ দেখুন না , সেই ১৯০৫ সনের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে এই পূর্ববঙ্গের শোষিত - বঞ্চিত মুসলিম জনগোষ্ঠী স্বপ্ন দেখে আসছিলো ব্রিটিশ শাসক কিংবা হিন্দু জমিদার দের থেকে মুক্ত হয়ে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র হবে। সে স্বপ্ন আল্লাহ এর অশেষ রহমতে ১৯৪৭ এ যখন পূরণও হলো। তখন এই ঢাকার মাটিতে নাকি জামাত করে শোকরানা নফল আদায় করা হয়েছিল। তার মানে ৪৬ সন থেকে শুরু হওয়া রায়ট , হিন্দু -মুসলিম হানাহানির পরও স্বাধীন পাকিস্তান রাষ্ট্র পাওয়াতে এই অঞ্চলের মানুষ খুশিই হয়েছিল। কিন্তু তারপর চব্বিশ বছরে কি হলো দেখুন। ...। তৎকালীন মাথামোটা পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনার একটার পর একটা তামাশা , আর সেটাকে পুঁজি করে পুরোনো শত্রু, দাদাদের একটার পর একটা পাল্টা তামাশা আর ধোঁকা বাজি। শেষে আবার যুদ্ধ , প্রাণ হানি (এই চুয়ান্ন হাজার বর্গমাইলের মানুষেরই প্রাণ যেখানে বেশি গেলো) আর ২৪ বছর পর গিয়ে এই অঞ্চলের মানুষের জন্যে আরেকটা নুতন স্বাধীন দেশ , এই দেশের মানুষেরই সরকার। আবারো হাজারটা রঙিন স্বপ্ন ...!!!...... যুদ্ধ বিদ্ধস্ত , অভাব গ্রস্থ দেশে দুইবেলা পেটে ভাত ঠিক মতো কয়জনের জুটতো !!? কিন্তু স্বপ্ন ছিল টনটনে !!....... আমার জন্ম তো ৮১ সনে। ৭১ এর ১৬ই ডিসেম্বর এর মানুষের উল্লাস দেখিনি । তবে , পড়েছি, শুনেছি আর যারা শুনিয়েছেন তাদের চোখ দেখে অনুভব করেছি, এটা নাকি ১৯৯৭ এর ১৩ ই এপ্রিল বিকাল বেলার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আই. সি. সি. ট্রফি জেতার অনুভূতির থেকেও বহু-বহুগুন বেশি ছিল !! বলে কি !!!? আবার অনেক মুরুব্বি গোছের মানুষকে এটাও বলতে শুনেছি ৭১ এর ১৬ ই ডিসেম্বর এ একটা অখুশি গোষ্ঠীও ছিল যারা এই স্বাধীনতা চায়নি। কিন্তু ৯৭ এর ১৩ ই এপ্রিল এমন কোনো অখুশি গোষ্ঠী ছিল না। আর যদি থেকেও থাকে তাহলে ওই গোষ্ঠী আর ৭১ এর ডিসেম্বর এর অখুশি গোষ্ঠী এক না। এখনতো আর এই দেশের প্রতি কোনো আনুগত্য নেই আমার (এটা বলতে আমার কোনো দ্বিধাও নেই ) কিন্তু শৈশব -কৈশোরের বিশাল একটা সময় কেটে গেছে এই দেশের উন্নতি , এই দেশের দুঃখী মানুষগুলোর জীবনযাপনের উন্নতি , সবকিছুতে " বাংলাদেশ " এর বিশ্বজয় এর স্বপ্নের ঘোরে। অনেকটা সেই ক্লাস সেভেন বা এইটের " ইংলিশ ফর টুডে " বইতে পড়া দেশপ্রেমের ঘোরগ্রস্ত এক স্কুল বালকের মতো, যে শুধু স্বপ্নই দেখতো বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেবার , কিন্তু এই দেশের মানুষের মন-মানসিকতার সমস্যা গুলো জানতো না। .......................................................................................  ঘোর কেটে গেছে , একটু ও বাকি ছিল না । কিন্তু সর্বশেষ এই নির্মম তামাশাটাকে কেন যেন মেনে নিতে পারছি না। ফেসবুকে তার ওয়াল এ কি এমন স্ট্যাটাস দিয়েছিলো ভাই ছেলেটা !!? তার নিষ্পাপ ঘোরটা ছিল তার দেশকে নিয়েই। এই বাংলাদেশ কে নিয়ে , হয়তো বাংলাদেশের সংকটাপন্ন স্বার্থ - সার্বভৌমত্ব নিয়ে। শাসক গোষ্ঠীর দেশ বিক্রির চুক্তি দেখে সে হয়তো আমার মতো মনে মনে দেশপ্রেম বিসর্জন দিয়ে দু' হাত ঝেড়ে বসে থাকতে পারেনি। এক অসহায় ছাত্র তার মাতৃভূমির স্বার্থ এবং অস্তিত্ব সংকটে তার বিক্ষত হৃদয়ের দুঃখ- গ্লানি একটু সাহিত্য দিয়ে ভাসিয়ে দিতে চেয়েছিলো। আল্লাহ এর কাছে হয়তো এটাই কবুল হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন খুনি গোষ্ঠীর "ঘোর " টা নিয়ে। ওটা আসলে কি ছিল !!? ভয় !!? ক্ষোভ !!? ওটাও কি দেশ-প্রেম !!? ............... জবাব আপনারা দেবেন। ......তবে তার আগে দেশপ্রেম নিয়ে নিচের দুটো উক্তি দেখে নিন ( The Rock , ১৯৯৬ মুভি থেকে নেয়া ) : 
১. The tree of liberty must be refreshed from time to time with the blood of patriots and tyrants.              -থমাস জেফারসন 
২. “How is it,” I once asked him, “that people who are not possessed of a single other virtue should come out at times as patriots?”
“Exaggerated patriotism,” he answered, “is the most insincere form of self-conceit.” And at another time he said, “Patriotism is the virtue of the vicious.”          - বহু  কাল  আগে এমনই এক প্রশ্নের জবাবে বলছিলেন অস্কার ওয়াইল্ড